তোমার জন্যে এই আকাশের
গাঢ় নীলের প্রাচুর্য
আর সকাল বেলার শিশিরধোয়া
সবুজ ঘাসের স্পর্শটুকু
আর সময়ের সমুদ্রপার অলস-মধুর
মুক্ত করে রেখে যাবো,
সেই আশাতে-
তোমার জন্যে নির্ভাবনার
দিলগুলি আর
নিরুদ্বিগ্ন রাতের আকাশ,
আর তোমার এই এলোখোঁপায়
একটি অমর স্বপ্নশপথ রেখে যাবো,
সেই আশাতে-
ঝড়ের আকাশ শান্ত হবে
শান্তি পাবে,
তোমার মাটি তোমার জন্যে
দেবে ফসল অফুরন্ত
মুক্ত হবে তোমার বাহু
আনবে ঘরে সোনাদানা
তোমার জন্যে;
দেখে যাবো তোমার শীর্ণ চোখের কোলে
আলোর বন্যা
নতুন দিনের আলোয় নেয়ে
শীর্ণ দেহ জাগবে আবার
নতুন জীবন
নতুন প্রেমে,
এই আশাতে-
এই আশাতে-
তোমার জন্যে গাঁথবো না আজ
কথার মালা,
মনে মনে তুলব না আর
অচেনা ফুল তোমার জন্যে;
আর তোমার ঐ চাঁদকপোলে
একটি কালো তিলের জন্যে
বোখারা আর সমরখন্দকে
বিলিয়ে দেবার দুঃসাহসও
করব না আর।
এবার থেকে
তোমার জন্যে কথা আমার দিনের আলোর
তপস্যাতে
ঝরবে পথে।
গড়বে নতুন দিনের বাসা
মহৎ প্রেমে।
আমি তখন রই বা না রই
তুমি তখন
মুক্ত দিনের আলোর রাজ্যে রাণী হয়ো।
গাঢ় নীলের প্রাচুর্য
আর সকাল বেলার শিশিরধোয়া
সবুজ ঘাসের স্পর্শটুকু
আর সময়ের সমুদ্রপার অলস-মধুর
মুক্ত করে রেখে যাবো,
সেই আশাতে-
তোমার জন্যে নির্ভাবনার
দিলগুলি আর
নিরুদ্বিগ্ন রাতের আকাশ,
আর তোমার এই এলোখোঁপায়
একটি অমর স্বপ্নশপথ রেখে যাবো,
সেই আশাতে-
ঝড়ের আকাশ শান্ত হবে
শান্তি পাবে,
তোমার মাটি তোমার জন্যে
দেবে ফসল অফুরন্ত
মুক্ত হবে তোমার বাহু
আনবে ঘরে সোনাদানা
তোমার জন্যে;
দেখে যাবো তোমার শীর্ণ চোখের কোলে
আলোর বন্যা
নতুন দিনের আলোয় নেয়ে
শীর্ণ দেহ জাগবে আবার
নতুন জীবন
নতুন প্রেমে,
এই আশাতে-
এই আশাতে-
তোমার জন্যে গাঁথবো না আজ
কথার মালা,
মনে মনে তুলব না আর
অচেনা ফুল তোমার জন্যে;
আর তোমার ঐ চাঁদকপোলে
একটি কালো তিলের জন্যে
বোখারা আর সমরখন্দকে
বিলিয়ে দেবার দুঃসাহসও
করব না আর।
এবার থেকে
তোমার জন্যে কথা আমার দিনের আলোর
তপস্যাতে
ঝরবে পথে।
গড়বে নতুন দিনের বাসা
মহৎ প্রেমে।
আমি তখন রই বা না রই
তুমি তখন
মুক্ত দিনের আলোর রাজ্যে রাণী হয়ো।
Betway Casino App | Download App For Android and iOS
উত্তরমুছুনThe Betway 전라북도 출장마사지 app has been around since 2005, 밀양 출장샵 and it now offers 거제 출장샵 users a wide variety of casino games. To download the 보령 출장안마 app, you need 부산광역 출장마사지 to install the Betway mobile app.