রবিবার, ৩ জুন, ২০১২

দীপান্তর

অতঃপর সচকিত আকস্মিক বিমূঢ় বিরতি,
নিরাতঙ্ক পদতলে  এ-মৃত্তিকা বিশ্বাসঘাতক!
উড়ন্ত পাখায় আজ নেমে এল অবাঞ্ছিত যতি,
অরণ্য স্বপনহীন, বন্ধু আকাশ পলাতক!

দিনগুলি তারপর দুর্বোধ্য, ধোঁয়াটে, ধূসর,
সনির্বেদ, নিরালম্ব-অন্ধকার অচেনা বন্দরে
সশঙ্ক জিজ্ঞাসা লয়ে অবিরাম কাঁপে থরথর;
তীরবিদ্ধ দিনগুলি এ-মাটিতে চূর্ণ হয়ে ঝরে!

এ-দিন সে -দিন নয়-সুরভিত, হালকা কোমল;
এ-দিন সে-দিন নয়-শাদা রোদ, রঙিন পলাশ!
আজকের দিনগুলি ডানাভাঙা পাখি একদল,
এ-দিন মমতাহীন, দুর্বিষহ রূঢ় পরিহাস!

লাল মাটি, কালো পীচ্ শাদা নীল বালবের বুকে
ক্রুর  হাসি ফেঠে পড়ে, পরাক্রান্ত যুগের নিষাদ;
অক্লান্ত চাকার তলে বিস্মিত এ-নয়ন-সমুখে
দ্বীপান্তরে এ পৃথিবী অবিরাম করে আর্তনাদ!

প্রত্যয়ের দিন নাই , প্রতিশ্রুতি বিদ্রুপ-বিক্ষত
আশা ও আশ্বাস নাই, প্রেম হেথা স্বভাব বণিক;
নির্মাংশ অস্থির পাশে ভীড় করি কুকুরের মত,
দীর্ঘদিন বাঁচি মোরা জীবনেরে নিত্য দিয়া ধিক!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন