রবিবার, ৩ জুন, ২০১২

প্রদক্ষিণ

ক্ষণিকের সূর্য নয় মনের মিনারে
সমুদ্রের স্বাদ নয় আত্মার কিনারে
এখানে সমুদ্র ছিলো
আর ছিলো রুপালি জোয়ার
স্বপ্ন ছিলো দিন রচনার।

সেই সব স্বপ্নের বলাকা
মেলেছিল পাখা,
মনের দিগন্ত ছেড়ে কোনো এক দিগন্তের পানে
কোনো দুর বন্দর সন্ধানে।

এখানে সমুদ্র ছিলো
ছায়া ছিল দুর বনানীর।
কোন এক আরণ্য রাত্রির
তীর ঘেষে কারা এসেছিলো
বন্যার আবেগ নিয়ে কারা যেন ভালোবেসেছিলো।

তারা আসে তারা ভালোবাসে,
তারা এসে রেখে যায় আমাদের জানালার পাশে
কোনো এক নতুন নিখিল,
অসংখ্য স্বপ্নের কুচি মুঠিমুঠি নীল।

সেই সব স্বপ্ন
যারা আকাশের নীলের মতন।
মুঠোয় জড়াতে চায় সেই নীল আমাদের মন।
আজ তারা নেই ।
তারা আসে তারা ভালোবাসে,
আজ শুধু মনে পড়ে
একদিন এসেছিলো কারা
উন্মুক্ত হৃদয়,
দিগন্ত উধাও এক পাখির চঞ্চল ডানা লয়ে।

আজ তারা নেই, আজ আছে
তাদের বিকৃত সুর হৃদয়ের আনাচে কানাচে।
আজ এই মন
আর আছে দুর্বিষহ অতীত স্মরণ।
ছিন্ন পালকের ছায়া দেখা দেয় কখনো আকাশে,
তার পাশে রৌদ্র-পীদ পৃথিবীর ঘাসে
বিকেলের সোনারাঙা পলাতক রোদেরা মিলায়
ভেঙে পড়া আকাশের গায়।
কাল যারা এসেছিলো তারা আজ স্বরন-নির্ভর।
আগামী দিনের যারা-
এই মৃত স্তুপের উপর
তারা যদি ঘর বাঁধে;
ভাঙা-চোরা দিনের ফাটলে
তারা যদি ভালোবেসে নতুন সূর্যের মত জ্বলে,
তাদের কি দেব হৃদয়?
সূর্য থেকে এ পৃথিবী
আরেক সূর্যের পানে বিস্তৃত কি নয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন