রবিবার, ৩ জুন, ২০১২

ঝরা পলাশ


এই নিয়ে বারবার নতুন দিনের বাসনায়
বেঁধেছি অনেক বাসা মৃত্যুমুখী দিনের সীমায়।
এবার আবার সেই দিন !
সেই ঝরা পলাশের দিন !
তবুও মাটিতে জাগে মৃদুগন্ধ কামনার ভার
তাই নিয়ে হৃদয়ের অসহ্য প্রয়াস বার বার
বাসা বাঁধবার !
সেই বাসা ঝড়ে উড়ে যায়
সেই বাসা মাটিতে মিলায়
পৃথিবীর জনারণ্যে জনতার দুর্বিনীত পায়;
নির্লজ্জ হৃদয়ে তবু ছায়া ফেলে বাসনার সোনা
নতুন বাসার আশা তবু চিত্তে করে আনাগোনা
তার চেয়ে এই ভাল নয়
হে মোর হৃদয়?

যে পলাশ ঝরে গেছে আজ তার প্রতিটি পল্লব
শাণিত খড়গের মত হানে যদি বাসনার শব
অবিচ্ছিন্ন ইতিহাস ছিন্ন করে যদি নেয় ভার
ইস্পাত-কঠিন এক দিন রচনার-
সে কি ভালো নয়,
হে হৃদয়, হে মোর হৃদয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন