রবিবার, ৩ জুন, ২০১২

থাকো মধ্যম সারিতে

এ্যরেনা তোলপাড়
দেখো তুমুল লড়াই চলছে
চতুর্দিকে তীক্ষ্ণ শিং-এ বিদ্যুৎঝলক।
মধ্যমঞ্চে হতবাক তুমি এক অস্থির পুরুষ। তুমি
দিগি¦দিক জ্ঞানশূন্য
কেবলি পালাতে চাও
        কোথায় পালাবে ?

থাকো মধ্যম সারিতে তুমি
সামনে চোখ
পেছনে প্রবল থাবা টেনে নেয় প্রচণ্ড আক্রোশে
বারম্বার সামনে নামে ধস্।
দিনরাত্রি টানাপোড়েনের খেলনা
আছো তুমি স্বনির্মিত খাঁচার কবলে।

তোমার চারপাশে খুন রাহাজানি
দেখো তীব্র রক্তস্রোত ধাবমান তোমার পশ্চাতে।
দাবাগ্নির মত জ্বলে নিরন্নতা
নগ্নতা বাজায় ডঙ্কা
চতুর্দিকে আদিম নিনাদ, দেখো
ত্রিভূবন কাঁপে। তুমি
অস্থির খাঁচার দাঁড়ে বারম্বার স্থির হতে চাও
চতুর্দিকে অস্থিরতা বাড়ে।

মধ্যম সারিতে থাকো
সামনে চোখ প্রথম সারিতে
তোমার দু’ বাহু ছুঁয়ে ঝুলে আছে একপাল ক্ষুধা,
পৃথিবীর প্রথম চীৎকার
তীক্ষ্ণ বল্লমের মত ছুঁয়ে আছে তোমার পৃথুল পৃষ্ঠদেশ।

অদৃশ্য মেলায় থাকো
সারি সারি তুমুল উজ্জ্বল প্রদর্শনী
নৃত্যপর দু’চোখে। হঠাৎ
শীর্ণ সারিসারি হাত অগ্নিগোলকের মত
ছুটে আসে তোমার চারপাশে, তুমি
ক্ষিপ্র হাতে যতই দূরদূর করো
নৈকট্য ক্রমশ বাড়ে
অগ্নিগোলকের থাবা ব্যাপ্ত হয় মেলার তাঁবুতে।
তুমি যতই সাবধানে দাও হামাগুড়ি, তুমি
যতই সন্তর্পণে পা রাখো মসৃণ পথে
কর্দমাক্ত পিচ্ছিল পথের তীক্ষ্ণ কামড় দু’পাশে, তুমি
এড়াবে কি ক’রে?

বালক-স্বভাবে তুমি যতই পাঁচিল তোলো দেখো
নোংরা কাঁথা ভাঙা হাঁড়ি
দগদগে ঘায়ের নীচে দেখো পোড়া মানুষের চাপ

তুমি কোন পথে নিমন্ত্রণে যাবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন