ফসল কুড়াতে হলে ফিরতে হবে এই পথে আসতেই হবে
মাছরাঙা বসিয়ে ডালে তুমি নীল মাছের আশায়
ইট কাঠ লোহা আর বারান্দার টবের উৎসবে
লীন হলে, জানবেই না কোথায় কখন চলে যায়
সাজানো নৌকার পাল, চলে যায় সারি গেয়ে দাড়ি
জানবে না কোথায় আছে তোমার আপন ঘাট আছে ঘরবাড়ি।
তোমার স্বজন আছে এই ব্যাপ্ত আদিগন্ত মাঠের মেলায়
ঘাটের কলসীতে আছে ঝলকিত পিপাসার জল
তুমি মেতে থাকলে দূর দ্বীপান্তরে নিঃসঙ্গ খেলায়
বেলা পড়ে যাবে। আর অবেলায় থাকে না ফসল।
ফসল তুলতে হলে ফিরতে হবে, এই পথে আসতেই হবে
অনেকেই জানতে চায় তুমি ঘরে ফিরে যাবে কবে,
জানতে চায় ঘরের মানুষ কেন বাইরে চলে যায়...
আমি কী উত্তর দেবো ? ওরা তবু আছে প্রতীক্ষায়!
মাছরাঙা বসিয়ে ডালে তুমি নীল মাছের আশায়
ইট কাঠ লোহা আর বারান্দার টবের উৎসবে
লীন হলে, জানবেই না কোথায় কখন চলে যায়
সাজানো নৌকার পাল, চলে যায় সারি গেয়ে দাড়ি
জানবে না কোথায় আছে তোমার আপন ঘাট আছে ঘরবাড়ি।
তোমার স্বজন আছে এই ব্যাপ্ত আদিগন্ত মাঠের মেলায়
ঘাটের কলসীতে আছে ঝলকিত পিপাসার জল
তুমি মেতে থাকলে দূর দ্বীপান্তরে নিঃসঙ্গ খেলায়
বেলা পড়ে যাবে। আর অবেলায় থাকে না ফসল।
ফসল তুলতে হলে ফিরতে হবে, এই পথে আসতেই হবে
অনেকেই জানতে চায় তুমি ঘরে ফিরে যাবে কবে,
জানতে চায় ঘরের মানুষ কেন বাইরে চলে যায়...
আমি কী উত্তর দেবো ? ওরা তবু আছে প্রতীক্ষায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন