রবিবার, ৩ জুন, ২০১২

দিনগুলি মোর


দিনগুলি মোর বিকলপক্ষ পাখির মতো  
বন্ধ্যা মাটির ক্ষীণ বিন্দুতে ঘূর্ণ্যমান।                                                

আকাশে আজিও কামনার শিখা উজ্জ্বল কমনীয়।
জ্বলে দিগন্তে দীপ্ত দিবার দীপগুলি রমণীয়।
আমার নয়নে নেমেছে রাত্রি পঙ্গুতার
অন্ধকারের গুহাতে ব্যর্থ বাহুবিথার।

মনের ফাটলে স্মরণাশ্রিত স্বপ্নের কণাগুলি
জন্ম দিয়েছে লক্ষ বীজাণু কুটিল মৃত্যুদূত।
নীল অরণ্যে এল অপঘাত অকস্মাৎ
যুগের চিতায় জ্বলে জীবনের প্রিয় প্রভাত।
অন্ধ নয়নে দিনের কামনা আজিও ঊর্ধ্বায়িত
মনের অশ্ব  হ্রস্ব চরণ বঞ্চনা-বিক্ষত।

দিনগুলি আজ জরতী রাতের দুঃস্বপন,
চির দহনের তিক্ত শপথ করে বহন!
দিনগুলি মোর শ্বাপদ-বিজয়ী অরণ্যেতে
শর-খাওয়া এক হরিণ-শিশুর আর্তনাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন